লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় একটি কার্গোভ্যানে তল্লাশি করে সোয়া ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, প্যান্ট পিস ও পাঞ্জাবি জব্দ করেছে বিজিবি। সোমবার (১৪ অক্টোবর) ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গংগারহাট বিওপি'র একটি বিশেষ টহলদল বড়বাড়ী এলাকায় রাস্তার অবস্থান নেয়। পরে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ঢাকাগামী করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ড ভ্যানকে তল্লাশির জন্য থামার নির্দেশ দেয়া হয়। কিন্তু কাভার্ড ভ্যানটি না থামিয়ে চলে যেতে থাকে। পরে বিজিবি টহলদল গাড়িটির পিছু ধাওয়া করে। পরবর্তীতে তিস্তা টোল প্লাজায় পৌঁছালে টহলদল গাড়িটিকে আটক করে।
এ সময় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১৪৬৬ পিস ভারতীয় শাড়ি, ১০০০টি প্যান্ট পিস ও ১৪৭৯ টি পাঞ্জাবি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।
বিডি প্রতিদিন/মুসা