চাঁদপুরে ডেঙ্গু সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী তাঁতী দল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন দুলাল খান স্কয়ার মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আবুল কালাম আজাদ বলেন, 'আপনারা জনগণের কাছে যান। জনগণের ভালোবাসা নিন। আগামী দিনে আপনারা নেতৃত্ব দিবেন।'
তিনি বলেন, 'ডেঙ্গু একটি ভাইরাস, এডিস মশার কামড়ে যা সংক্রমিত হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯০ ভাগ রোগী বাসায় চিকিৎসায় ডেঙ্গু ভালো হয়। ডেঙ্গু রোগে ভীত না হয়ে সচেতন হোন।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের আহ্বায়ক আহমেদ সরকার, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান পাটোয়ারী, আরিফ ইকবাল লিটু তালুকদার, আনোয়ার ছৈয়াল, মনির হোসেন প্রধানীয়া, নার্গিস কবিরসহ সদর উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা