বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কামারখন্দের সীমান্ত বাজার ও উল্লাপাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। এর মধ্যে বৃহস্পতিবার সকালে মহাসড়কের সীমান্তবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় চালক-হেলপার এবং উল্লাপাড়ার বালশাবাড়ীতে বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
নিহতরা হলেন-রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল (২০) ও মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২) ও উল্লাপাড়া উপজেলার দুর্গানগর গ্রামের সাত্তার সরকারের ছেলে শিবির নেতা নজরুল ইসলাম (৩৫)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাকের চাকা পাংচার হওয়ায় ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা অপর একটি মালবাহী পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে পিকআপভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়।
অন্যদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম ওয়াদুদ হোসেন জানান, সকাল পৌনে ১০টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বালশাবাড়ী এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যায় এবং অটোযাত্রীসহ অন্তত চারজন আহত হয়।
বিডি প্রতিদিন/এমআই