ভাঙ্গায় আওয়ামী লীগের দুই নেতা ও ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে ভাঙ্গা পৌরসভার গজারিয়া মহল্লা ও আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদেরকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক ফকির (৫০) ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ নূর মোহাম্মদ(৪৬) এবং আলগী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল মোল্লা (২৮)।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকা থেকে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক ফকির ও পৌর আ-লীগের সাংগঠনিক সম্পাদক শেখ নুর মোহাম্মদ এবং আলগী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জুয়েল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক