ফেনী সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ১৮ ও ১৯ অক্টোবর দিবাগত রাতে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ ছাগলনাইয়া, মধুগ্রাম, চম্পকনগর, দেবপুর, যশপুর, খেজুরিয়া এবং জয়ন্তীনগর বিওপির টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ছাগলনাইয়া উপজেলার লম্বাটিলা, টিলাপাড়া, ছয়ঘড়িয়া এবং পরশুরাম উপজেলার মহেশ পুস্কুরনী নামক সীমান্তবর্তী স্থান হতে অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, থ্রীপিস, লেহেংগা, কাশ্মিরী শাল এবং মদ আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৩৫০০ টাকা।
জব্দকৃত মালামাল ফেনী কাস্টমস্ এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রেরণের কার্যক্রম প্রক্রীয়াধীন।
বিডি-প্রতিদিন/বাজিত