চোখে কৃত্রিম লেন্স ব্যবহার করায় কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জেসমিন ভাসিনের। হাসপাতালে ভর্তি এই অভিনেত্রী এখন চোখে কিছুই দেখছেন না। খবর হিন্দুস্তান টাইমসের।
বলা হয়েছে, ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জেসমিন ভাসিন। যাওয়ার আগেই চোখে ব্যথা অনুভব করেন তিনি। কিন্তু অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রতিশ্রুতি থাকায় চোখে ব্যথা নিয়েই সেখানে যান।
অভিনেত্রী বলেন, ‘১৭ জুলাই দিল্লির একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানের জন্যই তৈরি হচ্ছিলাম। হঠাৎ চোখের লেন্সে কী হলো, বুঝতে পারলাম না। লেন্স পরার পরেই যন্ত্রণা শুরু হলো। সেই যন্ত্রণা সহ্য করার মতো ছিল না। মনে হচ্ছিল, চিকিৎসকের কাছে ছুটে যাই। কিন্তু কাজের জায়গায় প্রতিশ্রুতি দেওয়া রয়েছে। তাই কাজটা সেরে তার পর চিকিৎসকের কাছে গিয়েছিলাম।’
জেসমিন আরও বলেন, ‘আমি সানগ্লাস পরেই ছিলাম গোটা অনুষ্ঠানে। টিমের প্রত্যেকে সাহায্য করেছিলেন। কিন্তু একটা সময় পরে আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। চিকিৎসকের কাছে যেতে রাত হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন আমার কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পরে চোখে ব্যান্ডেজ বেঁধে দিলেন। তার পরের দিনই আমি মুম্বাই ফিরে আসি। এখনো চিকিৎসা চলছে।’
চোখের সমস্যা শুরু হওয়ার পর থেকেই প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন বলে জানান জেসমিন। তিনি বলেন, ‘খুব ব্যথা করছিল। যদিও চিকিৎসকেরা বলেছিলেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তত দিন পর্যন্ত সাবধানে থাকতে হবে। বিষয়টা সহজ ছিল না। কারণ আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। এমনকি ঘুমোনোর সময়ও ব্যথা করছিল।’
দ্রুতই কাজে ফিরবেন জানিয়ে জেসমিন ভাসিন বলেন, ‘সৌভাগ্যবশত আমায় কোনো কাজ পেছাতে হয়নি। সুস্থ হয়ে কাজে যোগ দেব।’
বিডি-প্রতিদিন/শআ