দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাল বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দলগুলোর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখব। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে, সেগুলোও গ্রহণ করা হবে।
সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মতবিনিময় করা হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।