ভারতের সর্বদক্ষিণের রাজ্য তামিলনাড়ু। রাজ্যটির রাজধানী চেন্নাই। বঙ্গোপসাগরের তীরবর্তী শহরটির অন্যতম আকর্ষণীয় স্থান মেরিনা বিচ। কিন্তু সারা বিশ্বে রাজ্যটির আলাদা পরিচিতি দক্ষিণী সিনেমার জন্য। এ শহরেই বাস ভারতের কিংবদন্তি অভিনেতা রজনিকান্তের। থালাভাই পরিচিত রজনিকান্তের শহরে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে আজ। চিদাম্বরন স্টেডিয়ামে এবারই প্রথম টেস্ট খেলবেন নাজমুলরা। তবে চিদাম্বরন বা চিপক স্টেডিয়ামে এবারই প্রথম খেলছে টাইগাররা, এমন নয়। গত বছর অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলেছিল এবং হেরেছিল। পাকিস্তান সিরিজ শেষে দেশে না ফিরে লন্ডন উড়াল দেন সাকিব আল হাসান। সেখানে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন। একটি মাত্র ম্যাচ খেলেই দেশসেরা ক্রিকেটার মঙ্গলবার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাকে নিয়েই অধিনায়ক নাজমুল শান্ত একাদশ সাজাবেন। নাজমুল বাহিনী চিপকে ভারতের বিপক্ষে খেলতে নামছে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে। কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। নিঃসন্দেহে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য এটা। এজন্যই রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের ভারত সমীহ করছে নাজমুল বাহিনীকে। দলটির কোচ গৌতম গম্ভীর সমীহ করে বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না। কিন্তু সবাইকে সম্মান করি। আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকেও সম্মান করি।’ যদিও ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স ভালো নয়। ১৩ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। হেরেছে ১১ বার এবং দুবার ড্র করেছে। ভারতের মাটিতে ২০১৭ ও ২০১৯ সালে যে তিনটি টেস্ট খেলেছে, তিনটিই হেরেছে বড় ব্যবধানে। পরিসংখ্যানের বিচারে বেশ এগিয়ে রোহিত বাহিনী। তার পরও আত্মবিশ্বাসী টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে। তাঁর মতে, বাংলাদেশের বর্তমান দলটি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সেরা, ‘আমার মনে হয়, সম্ভবত এ সময়ের টেস্ট দল সবচেয়ে পরিপূর্ণ। আমরা কয়েকজন ভালো গতির বোলার পেয়েছি। আমাদের স্পিন বিভাগেও অভিজ্ঞতা আছে, সঙ্গে ব্যাটিংয়েও ভালো গভীরতা আছে। আমাদের দুজন স্পিনার বিশেষজ্ঞ ব্যাটার, যাদের কি না টেস্টে সেঞ্চুরি রয়েছে। দুজন উইকেটরক্ষক রয়েছে যারা দলের মূল ব্যাটার। এসব কিছু আমাদের দলকে ভালো একটি ভারসাম্য এনে দিচ্ছে, পাশাপাশি আত্মবিশ্বাসও জোগাচ্ছে।’ চেন্নাই টেস্টের দ্বিতীয়টি কানপুরে। চেন্নাইয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও কানপুরে প্রথমবার খেলবে টাইগাররা। কানপুর টেস্ট ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলবে দুই দেশ। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে খেলবে টি-২০ ম্যাচ তিনটি।
শিরোনাম
- অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক
- রাজস্বে চার মাসে ঘাটতি ৩১ হাজার কোটি টাকা
- রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালের সঙ্গে ভাইয়েকানোর ড্র
- শেষ মুহূর্তে জোতার গোলে ১০ জনের লিভারপুলের ড্র
- ইউনের অভিশংসন: সাংবিধানিক আদালত বসবে সোমবার
- ইতালির নাগরিকত্ব পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের
- বৃষ্টিতে পরিত্যক্ত দ. আফ্রিকা-পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি
- জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ আফগানদের
- কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা
- অপহৃত ২ বাংলাদেশিসহ ৪ রোহিঙ্গাকে ফেরত দিল আরাকান আর্মি
- টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে রামপালে সমাবেশ
- বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার
- নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
- খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
- হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন
- ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা
- দখল-চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : গণতন্ত্র মঞ্চ
- পুলিশকে মারপিটে উসকানির অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
- কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নবীউল্লাহ নবীর মতবিনিময়