রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে পরিচয় পাওয়া গেছে। অভিযুক্ত ১১ জনের মধ্যে আটজনকে এলিট ফোর্স র্যাব এবং তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
র?্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করেছে র্যাব। ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত আছে কিনা- এমন প্রশ্নের জবাবে র্যাবের এ কর্মকর্তা বলেন, যাচাইবাছাই চলছে। বাহিনীর কেউ জড়িত থাকলে অবশ্যই গ্রেপ্তার করা হবে। অভিযান অব্যাহত আছে। ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।
ডিবি সূত্র বলছে, গোয়েন্দা সাইবারের ডিসি মাসুদুর রহমানের নেতৃত্ব একটি দল গত দুই দিন অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে মাসুদুর রহমান (৪৭) বিজিবির চাকরিচ্যুত ল্যান্স করপোরাল, জাকির হোসেন (৩৭) এবং শরীফুল ইসলাম তুষার (৩৫) মধ্যপাইকপাড়ার বাসিন্দা। তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও দুটি আইফোন উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার মধ্য রাতে যৌথ বাহিনীর পরিচয়ে বেড়িবাঁধ এলাকায় আবু বকর নামের এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার। এ ছাড়া ভবনটিতে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়। পরে আবু বকর মোহাম্মদপুর থানায় মামলা করেন।