চুক্তির বাকি ছিল আরও চার মাস। কিন্তু মেয়াদ পূর্ণ করার সুযোগ পেলেন না চন্ডিকা হাথুরাসিংহে। কিংবা নিজ থেকে সরে দাঁড়ানোর সুযোগও পেলেন না টাইগার কোচ। তার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে বরখাস্ত করেছে। হাথুরাসিংহেকে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে আনীত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায়। তার বিরুদ্ধে অভিযোগ, জাতীয় দলের বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদকে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন থাপ্পড় মেরেছিলেন। এ ছাড়া চুক্তির বাইরে অতিরিক্ত ছুটি কাটানোও একটা কারণ। গতকাল বিসিবি সভাপতি সংবাদ সম্মেলন করে হাথুরাসিংহেকে বরখাস্তের কথা জানান। তিনি বলেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিস করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’ বিসিবির এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ক্রিকেটে শ্রীলঙ্কান বংশোদ্ভূত হাথুরাসিংহের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল। এর আগে ২০১৪-২০১৭ সাল পর্যন্ত টাইগারদের কোচিং করিয়েছেন। তখন হঠাৎ করেই চুক্তির আগে নিজ থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন হাথুরাসিংহে। তার জায়গায় সিমন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। ক্যারিবীয় অলরাউন্ডার দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকা সিরিজেও।
হাথুরাসিংহের সঙ্গে ক্রিকেটার সম্পর্ক কখনোই মধুরও ছিল না। সম্পর্ক ছিল শীতল। হাথুরার প্রথম মেয়াদে সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে সরে দাঁড়ান। তার সঙ্গে সম্পর্কের অবনতির জন্য টি-২০ ক্রিকেট থেকে বিদায় নেন মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর তার কোচিংয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে টেস্টে হারায়। বিশেষ করে পাকিস্তানকে দেশটির মাটিতে প্রথমবারের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন বাঁ হাতি স্পিনার নাসুমকে শারীরিকভাবে হেনস্তা করেছিলেন হাথুরাসিংহে। ক্রিকেটারের সঙ্গে এমন অসদাচরণ মেনে নিতে পারেন বিসিবি সভাপতি ও টাইগার সাবেক অধিনায়ক ফারুক। শ্রীলঙ্কান বংশোদ্ভূত কোচকে মূলত অসদাচরণের জন্যই বরখাস্ত করা হয়েছে বলেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলো বিবেচনা করে আজকে আমরা তাকে একটা কারণ দর্শানোর নোটিস এবং দায়িত্ব থেকে অব্যাহতির চিঠি দিয়েছি।’ হাথুরাসিংহেকে বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে। তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। ভারত সিরিজ শেষে পরশু রাতে ঢাকায় ফিরেছেন তিনি। হাথুরাসিংহে প্রথমবার দায়িত্ব নেন ২০১৪ সালের মে মাসে। দায়িত্ব ছাড়েন ২০১৭ সালে অক্টোবরে। সেবার চুক্তি ছিল ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। দ্বিতীয় মেয়াদের তার কোচিংয়ে ১০ টেস্টে ৫টি জিতেছে এবং হেরেছে ৫টি। ৩৫ ওয়ানডেতে জয় ১৩ এবং হার ১৯। ৩ ম্যাচে খেলা হয়নি।