জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিপ্লবীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় হেঁটে হেঁটে গ্রাফিতি দেখেন। এ সময় অনেক গ্রাফিতি দেখে হেসে ওঠেন তিনি। আবার গণ আন্দোলনে শহীদদের তালিকার সামনে গিয়ে স্তব্ধ হয়ে যান। গতকাল প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে (Chief Adviser GOB) বেশ কিছু ছবি শেয়ার করা হয়। সেখানে দেখা যায়- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে ঘুরে গ্রাফিতি দেখছেন। কিছু কিছু ছবিতে দেখা যায়, তিনি গ্রাফিতি বিষয়ে কথা বলছেন। একটি ছবিতে শেখ হাসিনার কার্টুন। সেখানে লেখা ‘নাটক কম করো পিও।’ এই গ্রাফিতির সামনে তাকে হাসতে দেখা যায়। আবার একটি ছবিতে দেখা গেছে শহীদদের খন্ড তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। নামগুলো পড়েন। এ সময় তাকে বিষণ্ন দেখা যায়। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রমুখ তখন তাঁর সঙ্গে ছিলেন।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে শেয়ার করা একাধিক ছবির এই পোস্টের ক্যাপশন ছিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন। জুলাইয়ে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় রাজধানীসহ সারা দেশের দেয়ালে নানা ধরনের গ্রাফিতি আঁকা হয়।