চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে দেশে ৬৫৪ কোটি ২৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩১৭ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম ১০ কোটি ৭২ লাখ ডলার এসেছে রংপুর বিভাগে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে ঢাকা বিভাগের প্রবাসীরা ৩১৭ কোটি ৯২ লাখ ডলার পাঠিয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঢাকাতেই। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৮০ কোটি ৩৯ লাখ ডলার পাঠিয়েছেন চট্টগ্রাম বিভাগের প্রবাসীরা। সিলেট বিভাগের প্রবাসীরা পাঠিয়েছেন ৬১ কোটি ১১ লাখ ডলার, খুলনা বিভাগ ২৯ কোটি ৬২ লাখ ডলার, রাজশাহী ২৩ কোটি ৫৭ লাখ ডলার, বরিশাল বিভাগের প্রবাসীরা পাঠিয়েছেন ১৭ কোটি ৪৯ লাখ ডলার। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে এসেছে ১৩ কোটি ৪৪ লাখ ডলার। আর সবচেয়ে কম ১০ কোটি ৭২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন রংপুর বিভাগের প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরে প্রবাসীরা ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৫ কোটি ৩ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স। গত মাসের ২৯ ও ৩০ তারিখে প্রবাসীরা পাঠিয়েছেন ২৯ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। ২২ থেকে ২৮ তারিখে দেশে এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। ১৫ থেকে ২১ সেপ্টেম্বর এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স। সেপ্টেম্বরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।
শিরোনাম
- গ্রেফতারের সময় বিল দিয়ে পালালেন তাহেরি, পুলিশের গাড়ি ভাঙচুর
- জাবির হল থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- দেশের দুই কারাগারে ডগস্কোয়াড মোতায়েন
- ৭ বছর পর সমাবেশ মঞ্চে আসছেন খালেদা জিয়া
- ‘পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আপাতত কমিশন গঠন সম্ভব হচ্ছে না’
- সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন, মুখ খুললেন বিদ্রোহী নেতা জোলানি
- রাজধানীর ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের ৫ সন্ত্রাসী গ্রেফতার
- বিজয় দিবসে সড়কে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা ডিএমপির
- জনপ্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের অবস্থান
- গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি: মৃত ৫, নিখোঁজ ৪০
- নাশতার সঙ্গে লটারি কিনে জিতলেন ১২ কোটি টাকা
- সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ্য ভাতা পাবেন: জনপ্রশাসন সচিব
- মাঠের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় লিটন
- রাতে মুখোমুখি হচ্ছে ম্যানইউ ও ম্যানসিটি
- শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
- হিজাব না পরে কনসার্টে গান, গ্রেফতার ইরানের গায়িকা
- মানহানি মামলা: ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ
- রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না সোমবার
- অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি : উপদেষ্টা ফাওজুল কবির