আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ চালাল ভারত। মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এর সফল উৎক্ষেপণ করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।
শুক্রবার দেশটির ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি।
সফল উৎক্ষেপণের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, সব রকম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অগ্নি-৪।
অগ্নি-৪ এর সফল পরীক্ষা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এটি ভারতের পারমাণবিক প্রতিরোধ কর্মসূচির অংশ। অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪ হাজার কিলোমিটারেরও বেশি।
অগ্নি-৪ এর পাশাপাশি ভারতের কাছে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। ৭ থেকে ৮ হাজার কিলোমিটার দূরত্বে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। এছাড়া গত এপ্রিল মাসে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অগ্নি-প্রাইম পরীক্ষার সফল করেছিল ডিআরডিও।
সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/বাজিত