জলবায়ু পরিবর্তনে তছনছ গোটা বিশ্ব। এবার ডেঙ্গু ঘিরে ক্রমেই বিপদের মুখোমুখি হতে চলেছে অর্ধেক বিশ্ব। বিজ্ঞানীদের আশঙ্কা, ডেঙ্গু থেকেই পরবর্তী অতিমারি হতে পারে। ডেঙ্গু সংক্রমণ এবং এর প্রভাবে মৃত্যুর নেপথ্যে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তারা।
গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছিল, কয়েক বছরের তুলনায় এডিস মশা বাহিত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। অশোকা ইউনিভার্সিটির গবেষক অঙ্কিত কুমারের বক্তব্য, জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশা জন্মহার আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে যে হারে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, তা ঘিরেও উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৮০টি দেশে ১ কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৫ হাজার মানুষের। পাশাপাশি ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ডেও হু হু করে বাড়ছে সংক্রমণের হার।
নেচার মাইক্রোবায়োলজির গবেষণা সূত্রে খবর, ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেক দেশে ডেঙ্গু সংক্রমণ ঘিরে বিপদ আরও বাড়বে। বিশ্বজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। একদিকে তাপমাত্রা বৃদ্ধি, অন্যদিকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় এডিস মশার জন্মহার বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে হারিকেন, বন্যার আশঙ্কা বাড়ছে। এ আবহাওয়ায় ডেঙ্গু ঘিরে বাড়ছে বিপদ।