পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশে একটি বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। গতকাল ভোরে বেলুচিস্তান প্রদেশের জুনাইদ কোল কোম্পানির খনিতে কাজ করার সময় তাদের ওপর হামলা চালানো হয়। রাষ্ট্রের বিরুদ্ধে বালুচ বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াইয়ের কারণে আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী অঞ্চলটিতে কয়েক দশক ধরে অস্থিরতা চলছে। গোষ্ঠীগুলোর ভাষ্য, ওই অঞ্চলে যে খনিজসম্পদ আছে তা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী খনিতে হামলার দায় স্বীকার করেনি। কোয়েটা শহরের পূর্বের দুকি থানার পরিদর্শক হুমায়ুন খান বলেন, ‘ভোরে একদল সশস্ত্র ব্যক্তি ভারী অস্ত্র ব্যবহার করে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানির খনিতে হামলা চালায়। তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করেছে।’