ভারত ও কানাডার মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে অটোয়ার আইনি প্রক্রিয়ায় দিল্লির সহযোগিতার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কানাডার বিচার ব্যবস্থার ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং কানাডার আইনি প্রক্রিয়ায় ভারতের সহযোগিতা করা পরবর্তী সঠিক পদক্ষেপ। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। সোমবার কানাডার পুলিশ জানায়, ভারতীয় এজেন্ট ও কানাডায় নিযুক্ত ভারতের হাইকমিশনারসহ কয়েকজনের বিরুদ্ধে জুন ২০২৩ সালে শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকান্ডে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। এ ছাড়া, কানাডায় বসবাসরত ভারতীয় ভিন্নমতাবলম্বীদের টার্গেট করার জন্য দিল্লির বৃহত্তর পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ আনে তারা।
কানাডার এই অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার ছয়জন শীর্ষস্থানীয় কূটনীতিককে বহিষ্কার করেছে। যাদের মধ্যে ভারপ্রাপ্ত হাইকমিশনারও রয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা কানাডায় চলমান স্বাধীন তদন্তের গুরুতর বিষয়ে আমাদের কানাডিয়ান অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছি।