সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে দুই যুবককে হত্যা এবং রাজধানীর মোহাম্মদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-কোষাধ্যক্ষ এনামুল হক এনামকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।
কালিয়াকৈর (গাজীপুর) : জেলার কালিয়াকৈর থানায় দুই যুবককে হত্যার অভিযোগে শুক্রবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ রেহেনা, শেখ হেলাল ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। ওই দুই মামলায় ২১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে। কালিয়াকৈর উপজেলার রূপনগর এলাকার নিহত জসিম ফকিরের ভাই রিয়াজ ফকির ও উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা নিহত শাহিনুর মাহমুদ শেখের স্ত্রী সালামা বেগম বাদী হয়ে মামলা দুটি করেন। ঢাকা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এনটিএমসির সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ অজ্ঞাত ১২ জনকে আসামি করে অপরহণ মামলা করা হয়েছে। বুধবার রাজধানীর মোহাম্মদপুর থানায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-কোষাধ্যক্ষ সম্পাদক এনামুল হক এনাম বাদী হয়ে এ মামলাটি করেন। গতকাল এ বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। মামলার অন্য আসামিরা হলেন- প্রধানমন্ত্রীর তৎকালীন এপিএস আবদুল মান্নান, বিশেষ সহকারী মো. আবদুস সোবহান গোলাপ মিয়াসহ অজ্ঞাত ১০-১২ জন। দাউদকান্দি (কুমিল্লা) : ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগে বৃহস্পতিবার রাতে তিতাস থানায় ১৪২ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক এমপি ইঞ্জিনিয়ার আবদুস সবুর ও আমির হোসেন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী এবং তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও শাহীনুল ইসলাম সোহেল শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান ফারুক সরকার প্রমুখ।