‘রাতের ঢাকায় ডাকাত আতঙ্ক’ শিরোনামে ৯ আগস্ট বাংলাদেশ প্রতিদিনের পেছনের পৃষ্ঠায় প্রকাশিত খবরের একাংশের প্রতিবাদ জানিয়েছে তাঁতীবাজার বণিক সমিতি। প্রতিবাদে বলা হয়, তাঁতীবাজারে অবস্থিত কেডি গোল্ডের দোকানে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। মাহাবুবুল আলম শাহীন, টেপু, ঝন্টু, হবি, আনোয়ার হোসেন, নারায়ণ সরকার নান্টু এবং তাদের লোকজনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। তারা সবাই সোনা ব্যবসায়ী। এমনকি ওই দোকান থেকে সোনা ও টাকা লুটের কোনো ঘটনাও ঘটেনি।
প্রতিবেদকের বক্তব্য : ভুক্তভোগী অনন্য কুমার দাসের অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।