সামনেই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। আরও একবার দক্ষিণ এশিয়ার সেরা হতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের মেয়েরা। সাবিনা খাতুনরা আছেন ভুটানে। দুটি প্রীতি ম্যাচ খেলতে গেছেন তারা। গত ২৪ জুলাই প্রথম প্রীতি ম্যাচে দারুণ খেলেছেন সাবিনা খাতুনরা। সাগরিকার দুরন্ত ফুটবলে উড়ে গেছে ভুটান। অথচ স্বাগতিকরাই ম্যাচে এগিয়ে গিয়েছিল। সাগরিকার হ্যাটট্রিকে সেই ম্যাচে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। আজও জয় নিয়েই মাঠ ছাড়তে চায় বাংলাদেশ।
সাফের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে রাজি নন সাবিনা খাতুনরা। নিয়মিতই চলছে কঠোর অনুশীলন। পাশাপাশি চলছে প্রতিপক্ষকে নিয়ে পরিকল্পনা। আগামী অক্টোবরে হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। সেই আসরে এ গ্রুপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবেন সাবিনা খাতুনরা। ভারত বেশ শক্ত প্রতিপক্ষ। তাদের টপকে গ্রুপের শীর্ষস্থান দখল করতে হলে সেরা খেলাটাই খেলতে হবে। তারই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।
কোচ পিটার জেমস বাটলার আগের ম্যাচের ভিডিও দেখে বিশ্লেষণ করছেন। সেখানে ভুল থাকলে সেগুলো শুধরে নিচ্ছেন। আপাতত মেয়েদের খেলায় সন্তুষ্ট তিনি। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা বললেন, হ্যাটট্রিক করাটা ছিল তার জন্য দারুণ আনন্দের। সামনে আরও ভালো পারফর্ম করতে চান তিনি। দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বললেন, ‘আগামী অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। আমরা সেই টুর্নামেন্টের জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমাদের গ্রুপে ভারত আছে। তারা শক্তিশালী প্রতিপক্ষ। আমরা সেই হিসেবেই প্রস্তুত হচ্ছি।’ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। ২০২২ সালে এ নেপাল থেকেই সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছিলেন সাবিনা খাতুনরা। সেবার দেশজুড়ে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। আরও একবার সাফ চ্যাম্পিয়নশিপ জয় করার প্রস্তুতিই নিচ্ছে দলটা। আরও একবার দেশকে শিরোপা উপহার দিতে চায় মেয়েরা। ভুটানের বিপক্ষে আজ থিম্পুর চাংলিমিঠাঙ স্টেডিয়ামে খেলতে নামবেন সাবিনা খাতুনরা।