ফুটবলে যে কোনো আসরে ছয় বছর পর বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। গত মঙ্গলবার সাফ অনূর্ধŸ-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচ জেতার পরই দলকে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনে বাংলাদেশ বড় দুটি সাফল্য পেয়েছে। টেস্ট ক্রিকেট ইতিহাসে পাকিস্তানকে প্রথমবার হারিয়েছে। তাও আবার ১০ উইকেটে তাদের মাটিতে। অনূর্ধŸ-২০ চ্যাম্পিয়নশিপেও নেপালের মাটিতে নেপালকে ফাইনালে হারায়। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রিকেট ও ফুটবলে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। দেশকে মর্যাদাপূর্ণ আসনে বসাতে খেলাধুলার ভূমিকা ব্যাপক। বাংলাদেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে হবে।’
উল্লেখ্য, গতকাল বিকালে ফুটবল দল দেশে ফিরে। সন্ধ্যায় তারা জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেন। অন্তর্বর্তী সরকার খুব শিগগিরই চ্যাম্পিয়ন যুবাদের সংবর্ধনা দেবে।