স্কোয়াড নির্বাচনে বরাবরের পথে হাঁটেনি বিসিবি। নারী টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় এবার ভিন্ন পথে হেঁটেছে। প্রবাসীদের পছন্দের ক্রিকেটার দিয়ে ২০ ওভারের বিশ্বকাপের স্কোয়াড সাজিয়েছে ক্রিকেট বোর্ড। ৩ অক্টোবর ১০ দলের বিশ্বকাপ শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ভেন্যু দুবাই ও শারজাহ। রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটে আইসিসি টি-২০ বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে সরিয়ে মরুরাজ্যে নেওয়া হয়। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক ভিডিও বার্তায় ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১০ প্রবাসী পছন্দের ১৫ ক্রিকেটারের নাম জানায়। পৌনে তিন মিনিট স্থায়ী ভিডিও বার্তায় ছিলেন ভারতে অবস্থানরত বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক শুভকামনা জানান নিগার বাহিনীর, ‘আসন্ন আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য অনেক শুভেচ্ছা। আমি মনে করি, এই বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো কিছু করবে। প্রত্যেকটা ক্রিকেটারের জন্য শুভকামনা।’ স্কোয়াডে একমাত্র নতুন মুখ তাজ নেহার। দলে ফিরেছেন সোবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, সাথি রানি ও দিশা বিশ্বাস। বাদ পড়েছেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ, রুবাইয়া হায়দার, শরিফা খাতুন, ইশমা তানজিম ও সাবিকুন নাহার।
বিশ্বকাপে নিগার বাহিনী খেলবে ‘বি’ গ্রুপে। ৩ অক্টোবর শারজাহতে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ৫ অক্টোবর শক্তিশালী ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। ১৭ অক্টোবর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল দুবাই ও ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল শারজাহতে। ফাইনাল ২০ অক্টোবর দুবাইয়ে। টুর্নামেন্ট শুরুর আগে নিগার বাহিনী দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে।