এবারের অমর একুশে বইমেলা-২০২৫-এ লেখক ও শিল্পী মো. রকিবুল ইসলাম ছাবির কবিতা ও গদ্যের সংকলন ‘সাদা ক্যানভাস’ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা পাললিক সৌরভ। বইটির প্রচ্ছদ এঁকেছেন পাললিক সৌরভের শিল্পীদল। বইমেলায় ৭৩২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
এই গ্রন্থের প্রেক্ষাপট সম্পর্কে লেখক ছাবি বলেন, “জীবন এক সাদা ক্যানভাসের মতো। প্রতিটি মুহূর্তে আমরা রঙ তুলি আঁকি—কখনো আনন্দের উজ্জ্বল আভা, কখনো বিষাদের নীলছোপ। এই সংকলনে আছে কবিতা, ক্ষুদ্রগল্প, চিঠি আর দৈনন্দিন জীবনের টুকরো অভিজ্ঞতা। শহরের ফুটপাত থেকে গ্রামের উঠোন, সম্পর্কের জটিলতা থেকে স্বপ্নের স্পর্শ—সবই যেন সাদা ক্যানভাসে এক জীবন্ত শিল্পকর্ম।”
প্রথম বই প্রকাশ নিয়ে ছাবির মিশ্র অনুভূতি। তিনি বলেন, “কবিতা লেখার সময় আমি নির্মাতা নই, শুধু একজন পর্যবেক্ষক। জীবনকে ক্যানভাস বানিয়ে শব্দের রঙে ফুটিয়ে তোলার এই যাত্রায় ভয় ও উত্তেজনা দুই-ই আছে।”
বিডি প্রতিদিন/জুনাইদ 
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        