রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দুই দিনব্যাপী জব ফেয়ার শুরু হচ্ছে আগামী শনিবার। দেশের প্রায় ২৫টি কোম্পানি সরাসরি জীবন বৃত্তান্ত সংগ্রহ করে চাকরির তথ্য প্রদান, সেরা চাকরি প্রার্থীদের বাছাইকরণ ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নিয়োগ প্রদান করবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি কাজী মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন আইউসিসির ক্লাবের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক, সাবেক সভাপতি সালেক আহমেদ, আইসিটি উপদেষ্টা শেখ আরিফুজ্জামান লিপু প্রমুখ।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/হিমেল