ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছে প্রতিপক্ষের কর্মীরা। রবিবার দিবাগত রাতে কবি জসীম উদ্দিন হলের ৫২০ নম্বর রুমে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নতুন কমিটি হওয়ার পর সমঝোতার ভিত্তিতে রুম নির্ধারণ করে ছাত্রলীগের দু’গ্রুপ। এতে ৫২০ নম্বর কক্ষটি হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহেদ খান সমঝোতার ভিত্তিতে ভাগাভাগি করে। সেখানে একটি সিট ফাঁকা হলে আরিফ নিজ কর্মীকে তুলে দেয়। কিন্তু শাহেদ বিষয়টি মানতে না পেরে তারও কর্মী দিতে চায়। একপর্যায়ে রাতে ওই সিটে আগ থেকে একজনকে তুলে দেওয়া হয়েছে জানতে পেরে ওই রুমে আগে থেকে থাকা সুমনকে মারধর করে এবং সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়।
এ বিষয়ে জসীম উদ্দিন হলের ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বলেন, সমঝোতার ভিত্তিতে রুম ভাগ করা ছিল। রবিবার ৫২০ নম্বর রুমে আমার একটি সিট ফাঁকা হলে সেখানে আমি একজনকে পাঠাই। তখন তারাও পাঠাতে চায়। উঠাতে না পেরে তারা সুমন নামে ওই রুমে থাকা এক ছাত্রকে মারধর করে ও মানিব্যাগ নিয়ে যায়।
এ প্রসঙ্গে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি। কেবল কথা কাটাকাটি হয়েছে। তাছাড়া আমি ঘটনার সময়ে বাইরে ছিলাম।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, এ বিষয়ে আমি অবগত নয়। এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেবো।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৭/মাহবুব