ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ছাত্রলীগের একটি মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শ্রদ্ধা নিবেদন শেষে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাংলার মুক্তিকামী মানুষকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করেছিল। তার এ ভাষণে দেশকে রক্ষা করতে দেশের সকল শ্রেণির মানুষ দলমত নির্বিশেষে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
এ সময় তিনি ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এই বাণীকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করার জন্য ছাত্রলীগ কর্মীদের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার