রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের সামনে পাশাপাশি দুইটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
দোকানদার মো. বেলাল হোসেন জানান, আমার দোকান থেকে প্রায় ৩৫ হাজার টাকার মালামাল চুরি হয়। নগত ১১ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল চুরি হয়েছে। আমি রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। রাত ৪টার দিকে নিরাপত্তারক্ষী ফোন দিয়ে দোকানে চুরির খবর জানান।
দোকানদার মো. সেলিম জানান, আমি দোকানে এসে দেখি দোকানের তালা খোলা। নগদ এক হাজার টাকা, একটি মোবাইল ফোন, রিচার্জ কার্ডসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে।
নিরাপত্তারক্ষী মো. কামাল হোসন জানান, আমি রাত ২টা থেকে ডিউটি শুরু করেছি। রাত সাড়ে তিনটার দিকে রাস্তায় হাঁটাহাঁটি করছি এমন সময় দেখি সেলিম ভাইয়ের দোকানের লাইট বন্ধ। এ সময় দোকানে এসে দেখি দোকানের সাটার খোলা। তখনই তাদের ফোন দিয়ে বিষয়টি জানাই।
বিডি প্রতিদিন/৭ মার্চ, ২০১৭/ফারজানা