রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পড়ুয়া সাত ইসলামী ছাত্র-শিবির নেতাকর্মীকে শতাধিক জিহাদি বই, বিপুল পরিমাণ লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সভার নীতিমাল সম্পর্কিত বই ও শিবিরের ‘সাংবিধানিক’ নথিপত্রসহ আটক করেছে রাজশাহীর মতিহার থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক শিবিরের নেতাকর্মীরা হলেন ইসলাম শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের আরিফুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের জামিরুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের কামরুল হাসান, আবনি বিভাগের সান্ধ্যকালীন শিক্ষার্থী জিয়াউর রহমান, মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের রবিউল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের আবদুস সবুর ও জাহিদুল ইসলাম।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, আটক ব্যক্তিরা সবাই শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী। কিছুদিন আগে তারা এই বাসাটি ভাড়া নিয়ে আস্তানা গেঁড়েছিল। এখানে শিবিরের নিয়মিত বৈঠক হতো। নেতাকর্মীদের সাংগঠনিক নির্দেশনাও দেয়া হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ মার্চ, ২০১৭/ফারজানা