বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে চার্জশিট দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার সিএমএম কোর্ট চত্ত্বর থেকে জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লবের নেতৃত্বে এ মিছিল বের হয়। মিছিলটি রায়সাহেবের বাজার মোড় অতিক্রম করে বংশাল থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-গণসংযোগ বিষয়ক সম্পাদক এস.গনি, জবি ছাত্রদলের সহ-সভাপতি খলিলুর রহমান, শফিকুল ইসলাম ইমন, বিএম আরিফ, আবি আব্দুল্লাহ জুয়েল, যুগ্ম সম্পাদক কেএম সাখাওয়াত হোসেন, আসাদুজ্জামান আসলাম, আব্দুল মান্নান, ইব্রাহিম কবির মিঠু, জাকির হোসেন খান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৭/এনায়েত করিম