জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এবার ৯৮০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৮ হাজার ৫২১টি। ফলে প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন ভর্তিচ্ছু ভর্তি যুদ্ধে অংশ নিবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক এএইচএম কামাল জানান, বিশ্ববিদ্যালয়ে ৫টি ইউনিটে ১৯টি বিভাগে আবেদন জমা পড়েছে ৩৮ হাজার ৫২১টি।
‘এএল’ ইউনিটে ১১৫ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪ হাজার ৪৯২ জন। ‘এপি’ ইউনিটে ১৬৫ আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৫৩৩ জন। ‘বি’ ইউনিটে ১৩০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ১০ হাজার ৮১৫ জন। ‘সি’ ইউনিটে ১৫০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭ হাজার ১৩৪ জন। ‘ডি’ ইউনিটে ৪২০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৪ হাজার ৫৪৭ জন।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল