কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। এদিকে ভর্তি পরীক্ষা স্থগিতের পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে উপাচার্যপন্থী শিক্ষকরা।
মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে মানববন্ধন করে। উপাচার্যপন্থী শিক্ষকদের মানববন্ধনে বক্তারা শিক্ষক সমিতির অসহযোগিতায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে দাবি করেন।
শিক্ষক সমিতির নেতারা মানববন্ধনে তাদের বক্তব্যে বলেন, নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় উপাচার্য এবং তার সহযোগী শিক্ষকদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এজন্য তারা ক্ষিপ্ত হয়ে নানা ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। উপাচার্য তার অনুসারী শিক্ষকদের দিয়ে পরিকল্পিতভাবে ভর্তি পরীক্ষা স্থগিত করার মত পরিস্থিতির সৃষ্টি করেছেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ বলেন, ‘বিশ^বিদ্যালয় প্রশাসন অনিবার্য কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করেছে।’
উল্লেখ্য, উপাচার্যের অপসারণ দাবিতে গত ১৬ অক্টোবর থেকে উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করে আসছে শিক্ষক সমিতি। এরই প্রেক্ষিতে সোমবার বিকালে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করে কুবি প্রশাসন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর