'উৎসের টানে' শিরোনামকে প্রতিপাদ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটারের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী এ পুনর্মিলনীতে যোগ দেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ। এদিন সন্ধ্যায় জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসবের উদ্বোধনীতে মঞ্চস্থ হয় নাটক ‘মুখরা রমণী বশীকরণ’।
পুনর্মিলনীর উদ্বোধন করেন থিয়েটারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাইজার আহমেদ। দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের হিসেবে বিকালে জাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে থিয়েটারের প্রতিষ্ঠাতা শহীদ্জ্জুামান সেলিম, শুভাষীষ ভৌমিক, ফারুক আহমেদ, আমিরুল আহসান, সাইদুজ্জামান লিটনসহ থিয়েটারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রতি বছর সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য জাবিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের একজনকে ‘ফওজিয়া ইয়াসিন শিবলী’ স্মৃতি পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়।
এদিকে জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব। শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। জাহাঙ্গীরনগর থিয়েটারের ৩৮ বছর পূর্তি উপলক্ষ্যে ১ম বারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়, বুয়েট, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে এই নাট্যোৎসবে।
আজ শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে মঞ্চায়িত হবে নাটক ‘মুখরা রমণী বশীকরণ’। আগামীকাল রবিবার জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনায় থাকবে নাটক ‘নিশিমন বিসর্জন’।
৫ ফেব্রুয়ারি (সোমবার) মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘মানুষ’। এটি জাহাঙ্গীরনগর থিয়েটারের ৯০তম প্রযোজনা।
৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিক থিয়েটারের প্রযোজনায় মঞ্চায়িত হবে নাটক ‘চে’র সাইকেল’। পরদিন ৭ ফেব্রুয়ারি (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় অনুষ্ঠিত হবে নাটক ‘নীল দংশন’।
৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাবি থিয়েটারের প্রযোজনায় নাটক ‘হাত হদাই’। ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) বুয়েট ড্রামা সোসাইটির প্রযোজনায় থাকবে নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ণ’ এবং সর্বশেষ ১১ ফেব্রুয়ারি (শনিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় মঞ্চায়িত হবে নাটক ‘ক্যাপটেন হুররা’।
বিডি প্রতিদিন/এ মজুমদার