নতুন প্রজন্ম আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারাই আগামী দিনের ভবিষ্যত। তাই নতুন প্রজন্মের চিন্তা, চেতনা ও মননে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু; তার সময় ও উত্তরাধিকার: সমাজ, অর্থনীতি এবং রাস্ট্রের গঠন পূর্ববর্তী ক্ষেত্র’(Bangabandhu, His Times and Legacy: Society, Economy and State Formation in Retrospect) শীর্ষক ২ দিনব্যাপী এক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
মুজিববর্ষ উদযাপনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগ এবং জন-ইতিহাস চর্চা কেন্দ্র যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে শুক্রবার বিকেলে কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এই তরুন প্রজন্মই কাজ করবে। তরুণ প্রজন্মকে আমরা সঠিক শিক্ষার পাশাপাশি তাদের কাছে বঙ্গবন্ধুর দর্শনকে তুলে ধরার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ২দিনব্যাপী এই কনফারেন্সের সমাপনী পর্বে অন্যান্যদের মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য শিল্পী মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সন্দীপ বসু সর্বাধিকারী, সুইডেনের লুন্ড ইউনির্ভাসিটির ড. ঈষা দুবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুল বাতেন চৌধুরী, জন-ইতিহাস চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. সানিয়া সিতারা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
কনফারেন্সে বাংলাদেশ, ভারত, কানাডা ও সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক, শিক্ষক, ইতিহাসবিদ, গবেষক, সাংবাদিক ও ডেলিগেটরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে বিভিন্ন সেশনে মোট ৭৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন