বরিশালে এলএলবি ১ম পর্বের সমাপনী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন বহিষ্কার হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শনিবার বরিশাল সরকারি বিএম কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৬১৮ জন পরীক্ষার্থী অংশ নেন।
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী, শরীফ মো. হেলাল উদ্দিন ও রুমানা আফরোজ দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ সার্বক্ষণিক পরীক্ষা গ্রহণ কার্যক্রম তদারকি করেন।
এলএলবি ১ম বর্ষের আগামী পরীক্ষাগুলোও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রাজীব আহমেদ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম