ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদকসহ চার বখাটেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শাহিন হক শ্রাবণ (১৮), আরিফ আহমেদ (১৮), কাওছার আহমেদ (২৪) ও শাওন (১৮)।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিশ্বদ্যিালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সকলের বাসা রাজধানীর পুরান ঢাকা এলাকায়। আটকের পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা স্মৃতি চিরন্তন চত্বরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত প্লাস্টিকের কোণে লাথি মারে এবং মেয়েদেরকে উত্ত্যক্ত করে। পরে উপস্থিত লোকজন তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বাংলা মদের বোতল উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটকের পর তাদের সবাইকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত