তড়িৎ ও ইলেকট্রনিক বিষয়ে অধিকতর গবেষণা ও উদ্ভাবনের বিষয়কে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), ‘অ্যাডভান্সমেন্ট ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইসিএইইই-২০২২)’ বিষয়ক তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার শুরু হয়েছে।
সকালে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ ইন্টারন্যাশনাল কনফারেন্স উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্বের উন্নয়নে বিবর্তন প্রক্রিয়া প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে বিকশিত হচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানকে একটি অটোমেশন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে পণ্যের প্রস্তুত, গুণগত মান যাচাই, শিপিং, মার্কেটিং পর্যন্ত ডিজিটালাইজেশনের প্রভাব অপরিহার্য হয়ে পড়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে মানবজাতির জীবনযাপন, কাজ এবং একে অপরের সাথে সম্পর্কে ক্ষেত্রে আমরা একটি নতুন মাত্রা দেখতে পাচ্ছি। ফলে আগামী কয়েক বছর অর্থনীতি এবং শিল্পসহ সকলক্ষেত্রে এর প্রভাব পড়বে। এই চতুর্থ শিল্প বিপ্লবের উৎকর্ষতা সাধনে বিভিন্ন ধরনের উদ্ভাবনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে এবং ওই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রুমার সভাপতিত্বে তিন দিনব্যাপী এ ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারস্ (আইইইই)-এর বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. মো. মশিউল হক, ডুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ও কনফারেন্সের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, ডুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ও কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন।
তিন দিনব্যাপী এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ১০০ টিরও বেশি টেকনিক্যাল পেপার, ইনভাইটেড টক, কী নোট বক্তৃতা, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশন ইত্যাদি উপস্থাপিত হবে। বিশ্বব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক উদ্ভাবন ও গবেষণা নিয়ে শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক ও ডিসিশন মেকারদের মধ্যে মতবিনিময় এবং কর্মপন্থা নির্ণয়ই এ ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্দেশ্য। এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান আগামী শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এ ইন্টারন্যাশনাল কনফারেন্সে টেকনিক্যাল কো-স্পন্সর ছিলো আইইইই-এর বাংলাদেশ সেকশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুয়েটের ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক এবং শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ-বিদেশের শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকগণ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন