খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। রবিবার এ উপলক্ষে কুয়েট অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঢাকা থেকে অনলাইনে সংযুক্ত থেকে ভিডিওকলে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নিত করা হয়েছে। যত জায়গায় পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ হয়েছে, সেগুলো সংরক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করলে তাদের গার্ড অব অনার দেয়া হয়। এখন সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে বানানো হবে। যাতে ১০০ বছর পরও মানুষ বলতে পারে এটা একজন বীর মুক্তিযোদ্ধার কবর। বীর মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় সরকারি হাসপাতালে পুরো চিকিৎসা ব্যয় বহন করার উদ্যোগ নেয়া হয়েছে। যুদ্ধের স্মৃতি সংরক্ষণে ‘বীরগাথা’ নামের ডকুমেন্টারি তৈরি করা হবে। যেখানে রেকর্ডকৃত থাকবে সকল মুক্তিযোদ্ধাদের বক্তব্য, স্মৃতিকথা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান, অধ্যাপক আলমগীর কবির, খান মো. আলী, এম কামাল উদ্দিন আহমেদ, গোলাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ। উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ড. মো. আব্দুল হাসিব।
বিডি প্রতিদিন/এএম