২৮ জানুয়ারি, ২০২৩ ১৪:০৬

ইউল্যাবে স্প্রিং ২০২৩ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ইউল্যাবে স্প্রিং ২০২৩ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) -এর মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ। গত ২১শে জানুয়ারি ইউল্যাবের রিসার্চ বিল্ডিং-এ এই অনুষ্ঠানটি হয়।

শুরুতে নবীনদের শুভেচ্ছা জানায় বিভাগের পুরাতন শিক্ষার্থীরা। এরপর এমএসজে বিভাগের প্রধান ডক্টর জুড উইলিয়াম হেনিলো নতুন ছাত্রছাত্রীদেরকে অভ্যর্থনা জানিয়ে বিভাগের শিক্ষা-কার্যক্রম, বিভিন্ন শিক্ষানবিশ ও আউটরিচ প্রোগ্রাম, কারিকুলাম ইন্ট্রিগেশন সম্পর্কে কথা বলেন। 

এরপর বিভাগের শিক্ষকবৃন্দ এবং এমএসজে বিভাগের অ্যাডমিন অফিসারগণ একে একে নিজেদের বক্তব্য রাখেন। এরপর সিনিয়র লেকচারার নন্দিতা তাবাসসুম খান এমএসজে বিভাগের যাত্রা এবং বিভিন্ন অর্জন তুলে ধরেন। এই বিভাগের লক্ষ্য ও অনুপ্রেরণা নিয়ে তিনি বলেন, "মিডিয়া শিক্ষা এবং উদ্ভাবনের মাধ্যমে মনকে উপনিবেশিত করতে হবে।"

সিনিয়র লেকচারার মুহাম্মদ আমিনুজ্জামান পোর্টফোলিও নিয়ে আলোচনা করেন। এরপর একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও স্ক্রিনিং করা হয়। নবীনদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখানোর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর