সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল ও দমদমিয়া সীমান্ত ফাঁড়ির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় সানগøাস, প্রসাধনী সামগ্রী, শাড়ী, বাসমতি চাল, সুপারী, আদা, কিসমিস, লবন, চা পাতা ও গরু জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ২০ লঅখ ৩৩ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম