সিলেট নগরী থেকে প্রতিবন্ধী এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নিজ বসতঘর থেকে রেশমা বেগম (১৪) নামের শারীরিক প্রতিবন্ধী ও স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রেশমা নগরীর কানিশাইল এলাকার প্রত্যাশা-৬৬ আলিম মিয়ার কলোনির বাসিন্দা ওয়ারিছ মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, রেশমার মরদেহ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক জানান, মেয়েটি শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিল। সে স্থানীয় একটি স্কুলে ৩য় শ্রেণিতে পড়তো। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম