সিলেটসহ দেশের ৫টি বিভাগে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রবিবার (৩ আগস্ট) বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সিলেটে গত প্রায় তিন দিন ধরে ভারী/ অতিভারী বর্ষণের আভাস থাকলেও তেমন ভারী বর্ষণ হয়নি। বৃষ্টি হয়েছে মাঝারি ধরনের। তার আগের দিনগুলোতে বৃষ্টিহীনতার জন্য এক ধরনের হাহাকার ছিল সর্বত্র।
তবে শুক্রবার থেকে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে বটে। শনিবারও মোটমুটি বৃষ্টি হয়েছে। আজ রবিবার বিকেল ৪টা পর্যন্ত কখনো মাঝারি, কখনো বা ভারী বৃষ্টিপাত হয়েছে।
এ অবস্থায় আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রবিবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সিলেটসহ রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে যা আরও দু’একদিন চলবে।
এদিকে সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি বাড়তে শুরু করেছে। উজানে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিসহ আসামের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের কারণে পানি বাড়ছে যা আরও কিছুদিন চলবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন