মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ছবি তুলছিল দুই কিশোর। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চেষ্টায় তাদের ফেরত আনা হয়। গতকাল শনিবার (২ আগস্ট) এ ঘটনা ঘটে।
আটক হওয়া কিশোররা হলো— উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৭) এবং রামানু নাইডুর ছেলে শুভ্র নাইডু (১৮)।
বিজিবি সূত্র জানায়, আলীনগর সীমান্ত এলাকায় শনিবার বিকেলে মোটরসাইকেলে করে বেড়াতে গিয়ে ওই দুই কিশোর মূল সীমান্ত পিলার ১৮৪৫/এম এর নিকট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে ঢুকে পড়ে। সেখানেই তারা মোবাইলে ছবি তুলছিল। তখন বিএসএফের টহল দল তাদের আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবি বিএসএফের সাথে যোগাযোগ করলে রাত ১১টার দিকে চাতলাপুর অভিভাষণ তদন্ত কেন্দ্র দিয়ে দুই কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় তাদের স্বজনেরাও উপস্থিত ছিলেন।
ফেরত আসার পর কিশোররা জানায়, তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করেছিল। আটক অবস্থায় বিএসএফ তাদের কোনো নির্যাতন করেনি। পরে কুলাউড়া থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় অনুপ্রবেশ আইনে মামলা দায়েরর পর দুই কিশোরকে আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ