মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে বড়লেখা থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাইকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে গোপালপুর গ্রামের কাউছার আহমদ (মামলা নং: জিআর-৮৮/১৯) দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানায় দণ্ডিত।
বাকি গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। তারা হলেন: সৎপুর গ্রামের রুবেল আহমদ (সিআর-৩৩৪/২৪), সমনবাগ চা বাগানের সুশীল ভুমিজ (জিআর-৫৮/২১), কাশেমনগরের মোছাঃ জানু বেগম (সিআর-৩৬৫/২৫), কেছরীগুলের হাওয়ারুন নেছা (জিআর-১৮/২০২৫), বাঘাটিলার পিয়ারা বেগম (ননজিআর-৮২/২৪), জাহানারা বেগম (সিআর-৫৫১/২৪)
এছাড়াও, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় রুমন আহমদ, রুবেল আহমদ ও কামিল আহমদ এবং পুলিশ আইন ৩৪ ধারায় উত্তর মুছেগুল গ্রামের ফখর উদ্দিনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ