সীতাকুণ্ড শিল্পাঞ্চল ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য কয়েক হাজার কোটি টাকার সমন্বিত প্রকল্প গ্রহণ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। শুক্রবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন, মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি (বেজা)’র সদস্য মো. হারুনুর রশিদ, ওয়াসার এমডি ইঞ্জিনিয়ার এ.কে.এম. ফজলুল্লাহ, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মো. নুরুল আলম নিজামী প্রমুখ।
এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেন, অর্থনৈতিকভাবে চট্টগ্রাম অনেক গুরুত্বপূর্ণ। তাই বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং আরো প্রকল্প বাস্তবায়ন করা হবে। ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণের মাধ্যমে যাতায়াতের সময় এক থেকে দেড় ঘণ্টায় নামিয়ে আনা, ব্লু ইকনোমির সদ্ব্যবহার নিশ্চিত করাসহ নানান প্রদক্ষেপ নেওয়া হয়েছে।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, সীতাকুণ্ড শিল্পাঞ্চলে প্রধানত ইস্পাত, সিমেন্ট, এলপিজি ও গার্মেন্টসসহ প্রায় ৪০০ শিল্পে কোটি কোটি টাকার বিনিয়োগ। ওই এলাকায় ভূ-গর্ভস্থ পানিতে মাত্রাতিরিক্ত আয়রণ থাকা এবং পানির স্তর অনেক গভীরে নেমে যাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এসব শিল্প কারখানা অস্তিত্ব সংকটের সম্মুখীন হচ্ছে।
মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের মাধ্যমে ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং ১৫ বিলিয়ন ডলার রপ্তানি করা সম্ভব হবে। এ অঞ্চলের কারখানাগুলোতে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে পানি পুনরায় শোধনের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/হিমেল