শিরোনাম
২০ জানুয়ারি, ২০২১ ১৭:২০

চসিক নির্বাচন : কার ভাগ্যে ‘পাঁচলাইশ’ ওয়ার্ড

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চসিক নির্বাচন : কার ভাগ্যে ‘পাঁচলাইশ’ ওয়ার্ড

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচনে কার ভাগ্যে গুরুত্বপূর্ণ ও মর্যাদার ‘পাচঁলাইশ’ ওয়ার্ড। এবারের সিটি নির্বাচনে কেবল এই ওয়ার্ডেই কাউন্সিলর হতে চান সর্বোচ্চ ১০ জন প্রার্থী। মাত্র এক ওয়ার্ডে এত সংখ্যক প্রার্থী হওয়ায় শেষমেষ কার ভাগ্যে এই ওয়ার্ডের দায়িত্বভার পড়বে তা নিয়েই চলছে নানা গুঞ্জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চসিকের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩ নম্বর পাচঁলাইশ ওয়ার্ডে এবার ১০ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচন করছেন। এদের  মধ্যে রয়েছেন মো. শফিকুল ইসলাম, ইলিয়াছ আহমেদ লেদু, কপিল উদ্দিন খান, মুহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইলিয়াছ, মো. মোরশেদ হোসেন, আবুল কালাম, আমির হোসেন, সেলিম উদ্দিন ও জসিম উদ্দিন।

তাছাড়া এবার মেয়রসহ ২৩৬ জন প্রার্থী নির্বাচনী ভোটযুদ্ধে মাঠে নেমেছেন। এদের মধ্যে এক ওয়ার্ডেই রয়েছেন ১০ কাউন্সিলর প্রার্থী। এখানে সংরক্ষিত ১৪ ওয়ার্ড এবং সাধারণ ৪১ ওয়ার্ডে নির্বাচন হচ্ছে। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন প্রার্থী নির্ঘুম প্রচারণায় মাঠে রয়েছেন।

এই নির্বাচনে পৃথকভাবে প্রতি ওয়ার্ডে ২ থেকে সর্বোচ্চ ১০ জন প্রার্থী রয়েছেন। রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও। তবে নির্বাচনী মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি করতে কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা মাঠে কাজ করছেন বলে জানান চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিকের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, সারাদিন উৎসবমুখর পরিবেশে নিয়মতান্ত্রিকভাবে শৃঙ্খলা মেনেই প্রার্থীরা প্রচারণায় রয়েছেন। নির্বাচনী আচরণবিধি মানতে ম্যাজিস্ট্রেটসহ দায়িত্বশীল কর্মকর্তারাও মাঠে রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক দলীয় নেতা-কর্মী বলেন, প্রতিটি ওয়ার্ডেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছেন। বিএনপির একক কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এতে একের অধিক প্রার্থী থাকায় নির্বাচনে কাউন্সিলর পদে জয়-পরাজয় বিবেচনায় নানা ধরনের প্রশ্ন উঠেছে।

চসিকের ১৪টি ওয়ার্ডে ৫৭ জন সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ৪ জন, ২ নম্বর ওয়ার্ডে ৬ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৬ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৯ নম্বর ওয়ার্ডে ৪ জন, ১০ নম্বর ওয়ার্ডে ৪ জন, ১১ নম্বর ওয়ার্ডে ৪ জন, ১২ নম্বর ওয়ার্ডে ২ জন, ১৩ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৪ নম্বর ওয়ার্ডে ২ জন। 

একইভাবে ৪১টি ওয়ার্ডে ১৭২ জন সাধারণ কাউন্সিলর নির্বাচন করছেন। এদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ৭ জন, ২ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৩ নম্বর ওয়ার্ডে ১০ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৮ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৯ নম্বর ওয়ার্ডে ৪ জন, ১০ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১১ নম্বর ওয়ার্ডে ৬ জন, ১২ নম্বর ওয়ার্ডে ৫ জন, ১৩ নম্বর ওয়ার্ডে ৪ জন, ১৪ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৫ নম্বর ওয়ার্ডে ২ জন, ১৬ নম্বর ওয়ার্ডে ৪ জন, ১৭ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৮ নম্বর ওয়ার্ডে ১ জন, ১৯ নম্বর ওয়ার্ডে ৪ জন, ২০ নম্বর ওয়ার্ডে ৩ জন, ২১ নম্বর ওয়ার্ডে ২ জন, ২২ নম্বর ওয়ার্ডে ৩ জন, ২৩ নম্বর ওয়ার্ডে ২ জন, ২৪ নম্বর ওয়ার্ডে ৫ জন, ২৫ নম্বর ওয়ার্ডে ৩ জন, ২৬ নম্বর ওয়ার্ডে ৭ জন, ২৭ নম্বর ওয়ার্ডে ৪ জন, ২৮ নম্বর ওয়ার্ডে ৫ জন, ২৯ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৩০ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৩১ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৩২ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৩৩ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৩৪ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৩৫ নম্বর ওয়ার্ডে ২ জন, ৩৬ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৩৭ নম্বর ওয়ার্ডে ৭ জন, ৩৮ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৩৯ নম্বর ওয়ার্ডে ২ জন, ৪০ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৪১ নম্বর ওয়ার্ডে ৮ জন কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচনে এবার মেয়রসহ ২৩৬ জন প্রার্থী নির্বাচনী করছেন। এখানে মেয়র ৭ জনসহ সংরক্ষিত ১৪ ওয়ার্ড এবং সাধারণ ৪১ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন প্রার্থী রয়েছেন। সিটি কর্পোরেশন এলাকায় মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর