ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ার পর পুরোদমে চালু হয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং বিমান বন্দরের কার্যক্রম। মঙ্গলবার সকালে শুরু হয় বন্দরের কার্যক্রম এবং দুপুরের দিকে চালু করা হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম।
বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘অ্যালার্ট-থ্রি জারির কারণে জেটি ও বহির্নোঙর থেকে শ’খানেক জাহাজ গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়েছিল। আবহাওয়া বিভাগ সিগন্যাল নামিয়ে ফেলার পর এখন আবারও জাহাজ প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। বন্দর এখন পুরোপুরি সচল।’
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে ২১ ঘণ্টা বিমান বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। দুপুরে কার্যক্রম শুরু হয়। এখন থেকে সিডিউল অনুযায়ী সকল ফ্লাইট চলাচল করবে।’
জানা যায়, সিত্রাং নিম্নচাপে পরিণত হওয়ার পর মঙ্গলবার সকালে সমুদ্রবন্দরগুলোকে সাত নম্বর বিপদসংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জেটিতে জাহাজ ভেড়ানোর এবং কনটেইনার ও খোলা পণ্য ওঠানামার অনুমতি দেয়।
সকাল সাড়ে ১০টার দিকে ‘এমভি হ্যাপি হিরো’ নামে একটি খোলা পণ্যবোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে। সিত্রাংয়ের কারণে সোমবার বিকেলে বন্ধ হওয়া শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম মঙ্গলবার দুপুর ১২টায় শুরু হয়। মাস্কাট থেকে আসা ‘সালাম এয়ার’র একটি ফ্লাইট অবতরণের মাধ্যমে বিমান বন্দরের কার্যক্রম শুরু হয়।
বিডি প্রতিদিন/এমআই