শিরোনাম
৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:২৭

চট্টগ্রামে উচ্চারক’র দুই দশক পূর্তিতে লোকায়ত আবৃত্তি উৎসব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে উচ্চারক’র দুই দশক পূর্তিতে লোকায়ত আবৃত্তি উৎসব

চট্টগ্রামের অন্যতম প্রধান আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের ২০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘লোকায়ত আবৃত্তি উৎসব’। জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে উৎসবে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. অনুপম সেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মনজুর কাদের মনজু।

ড. অনুপম সেন বলেন, এক সময় লেখা আবিষ্কার হয়নি, কিন্তু ভাষা আবিষ্কার হয়েছে। ভাষার মাধ্যমে মনের যে আকুতি প্রকাশ করেছে তা ছন্দের মাধ্যমে। কারণ ছন্দের মাধ্যমে যে আকুতি প্রকাশ করা হয় তা সুদীর্ঘ কাল পর্যন্ত সংরক্ষিত থাকে। গদ্য অনেক থেকে লেখা হয়েছে, তবে তাতে ছন্দ না থাকাতে সেভাবে সংরক্ষণ হয়নি।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর পাকিস্তানি ভাবধারায় এ রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসার পর তা বন্ধ হয়েছে। আমরা অনেক আধুনিক হচ্ছি, এ আধুনিকতা আমাদের যেভাবে সহজ করেছে পাশাপাশি জটিলও করেছে। আমরা যদি সংস্কৃতি চর্চা আরো তীব্র গড়ে তুলতে পারি তাহলে সমাজ ও রাষ্ট্র আরো সুন্দর হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, আগামী প্রজন্মের জন্য আরে সহজ ও সুন্দর করতে পারবো।

আগামীকাল শনিবার প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত, অলোক বন্দ্যোপাধ্যায় ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর