১৩ মার্চ, ২০২৩ ১৯:১৭

হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজ সংলগ্ন হালদা নদীর পয়েন্ট থেকে হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার এ অভিযান শুরু হয়ে সকাল ৭টায় শেষ হয়। অভিযানে ব্যবসায়ী মো. মানিক ও মো. হাসান মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

হাটহাজারী উপজেলার ইউএনও শাহিদুল আলম বলেন, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে। হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর