চট্টগ্রামে ১০ জন শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে লায়ন্স আই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে চট্টগ্রামবাসী উপকৃত হবে বলে মন্তব্য করেছেন লায়ন্স জেলা গর্ভনর শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। মঙ্গলবার নগরীর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আগামী শনিবার চট্টগ্রামে তিন দিনব্যাপী লায়ন্স ক্লাবের সম্মেলন শুরু হবে। ওইদিন বিকেল সাড়ে তিনটায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হবে।
বিডি প্রতিদিন/এএম