২৬ মে, ২০২৪ ১৬:৫৭

চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের লোড-আনলোড কার্যক্রম বন্ধ করে নিজস্ব অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমান উঠানামা।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর রেমালের কারণে চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারির পর বন্দরের নিজস্ব অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। বর্তমানে জাহাজে লোড-আনলোড বন্ধ রয়েছে। জেটির বড় জাহাজগুলোকে বহির্নোঙরে পাঠিয়ে দেয়া হয়েছে। বন্দর জেটি জাহাজ শূণ্য রাখা হয়েছে। বন্দরের সব হ্যাণ্ডলিং ইকুইপমেন্ট প্যাক করা হয়েছে। বহির্নোঙরে লাইটারিং কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। ’

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের মুখপাত্র ইব্রাহিম খলিল বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারির পর শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করলে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হবে।’ 

তিনি বলেন, ‘রবিবার বিকেলে একটি হজ্ব ফ্লাইট ছিল। অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি। হজ্বযাত্রীদের যাতে সমস্যা না হয় এ জন্য দ্রুততার সাথেই ফ্লাইট রি-সিডিউল করা হবে। এ নিয়ে বিমান কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা চলছে।’

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর