বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি'র 'ল' চেম্বারে আগুন দেওয়া সহ নাশকতার তিন মামলায় মহানগর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০৮-১১-২০১৫) দুপুরে জিলা স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী মডেল থানার এসআই সাইদুল জানান, গেল ফেব্রুয়ারি মাসে নগরীতে এমপি ইউনুসের 'ল' চেম্বারে আগুন দেওয়ার মামলায় সালাউদ্দিন মাসুম এক নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতার আরও দু'টি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ